চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হৃদয় মুহুরী
রবিবার (২৭ই এপ্রিল ) কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।
হৃদয় মুহুরী দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়ের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন,
"ছাত্রসমাজের ন্যায্য দাবি আদায়ে আমি সব সময় অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করবো। সংগঠনের আদর্শ ও নীতিতে অবিচল থেকে চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করবো।"
নেতাকর্মীরা হৃদয় মুহুরীকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, তার নেতৃত্বে সংগঠন আরও সংগঠিত ও গতিশীল হবে। চট্টগ্রাম মহানগরীতে ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, হৃদয় মুহুরী ছাত্র অধিকার পরিষদের একজন সৎ, নিষ্ঠাবান ও সাহসী সংগঠক হিসেবে সুপরিচিত।
প্রেস বিজ্ঞপ্তি
0 মন্তব্যসমূহ