বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন


মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ
 

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় ১৭ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে বাংলাদেশের ২৩ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (জিওবি-আইডিবি) এর আওতায় সর্বপ্রথমে বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ২৩ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ ওয়াজেদ আলী, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী ও উপ-প্রকল্প পরিচালক মোঃ রোমান কবির। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির।

এসময় বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ মোস্তাফিজার রহমান, জেলা পষিদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, দিনাজপুর রাজ দেবোত্তর ষ্টেট পরিচালনা কমিটির সদস্য বিমল চন্দ্র দাস, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন আহমেদ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পৌরসভা প্রকল্পের আর.ই মো.আব্দুস সেলিম, পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরগন, কর্মকর্তা - কর্মচারীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারন নাগরিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের ফলক উন্মোচন করেন দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন বাবুল, বাংলাদেশ ২৩ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ ওয়াজেদ আলী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ