টেকনাফেও নির্বাচনী সংঘাত, দুই কেন্দ্রে ভোট স্থগিত


টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম জানিয়েছেন, ‘উনছিপ্রাং ও লম্বাবিল কেন্দ্রে ব্যালট পেপার খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যর সমর্থকরা হামলা ও ভাঙচুর চালায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’

এছাড়া টেকনাফের শাহপরীর দ্বীপ হাজি বশির আহমদ উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো.ফারুক।

এদিকে কক্সবাজারে টেকনাফের চারটি ইউনিয়নে সোমবার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে ঘুরে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

চার ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য হিসেবে ৪২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে নৌকার চার জনসহ চেয়ারম্যান ২৫ জন, সংরক্ষিত মহিলা ৬৮ জন ও সাধারণ সদস্য হিসেবে ৩৩৫ জন লড়ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ