সারাদেশে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ ও মানববন্ধন


মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টারঃ

সারাদেশে মানুষরুপী নরপিশাচ কর্তৃক ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধসহ লম্পট ধর্ষকদের ফাঁসির দাবিতে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সৈয়দপুরের ছাত্র জনতা। আজ বুধবার দুপুরে শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য বলেন,

ছাত্রনেতা আব্দুস সোবহান, মাহবুব আলম, জাবেদ খান রুবেল ও মামুন সরকার প্রমুখ। বক্তারা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন করে দ্রুত বিচার করে তাদের(ধর্ষকের) ফাঁসি  কার্যকর করতে হবে। এছাড়া ধর্ষণসহ নারী নির্যাতনরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

বক্তারা বলেন কোন ধর্ষক যেন আইনের মাঁরপ্যাচে বেঁচে যেতে না পারে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থেকে অপরাধ দমনে আরও কঠোর হওয়ার আহবান জানানো হয় ওই মানববন্ধন থেকে। 

সৈয়দপুরের ধর্ষন ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ