প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) রামু উপজেলা শাখার ২০২৫-২৬ এর নবগঠিত কমিটির ১১ সদস্য বিশিষ্ট করে কক্সবাজার জেলা থেকে ঘোষণা করা হয়েছে।
সোমবার( ৬ অক্টোবর) কক্সবাজার জেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর সভাপতি আব্দুল আলীম নোবেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহেল এর স্বাক্ষরিত প্যাডে বিজ্ঞপ্তিতে রামু
উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
উক্ত কমিটিতে,আবুল কালাম সিকদারঃ- সভাপতি
জাতীয় দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রি ও সাধারণ সম্পাদক
মুহাম্মদ জিল্লুর রহমানঃ- পেসিফিক নিউজ এডিটর
মোহাম্মদ ইলিয়াসঃ - জাতীয় বাংলাদেশ সমাচার
মোহাম্মদ শাহজাহানঃ -দৈনিক কক্সবাজার ৭১
গোলাম মাওলাঃ- জাতীয় দৈনিক যায়যায়দিন,আবু বক্করঃ- এশিয়ান টেলিভিশন,জনি রোদ্রসেনঃ- অনলাইন সৃষ্টি টেলিভিশন, মোহাম্মদঃ হামজাঃ- জাতীয় দৈনিক খবরের কাগজ, শামসুল আলমঃ- এসএসসি টুয়েন্টি ফোর, নোমান খাঁনঃ- জাতীয় দা ডে নাইট নিউজ
আমান আনোয়ারঃ- দৈনিক আপন কন্ঠ।
0 মন্তব্যসমূহ