জলঢাকা পৌরসভা ৪নং ওয়ার্ডে প্রকল্প টু সরকারী ঘর বরাদ্দের নামে

আব্দুল মালেক, নীলফামারী ঃ করোনা মহামারীতে আজ খাবার ভাত নেই, তারপরও প্রকল্প-২ এর সরকারী ঘর বরাদ্দ দেয়ার প্রতারণার ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নীলফামারী জলঢাকা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান জিয়ার এবং তার লোকজনে বির“দ্ধে। বুধবার সরেজমিনে গেলে পাওয়া যায় শতশত অসহায় দিনমজুর পরিবারের এ অভিযোগ। তাদের অভিযোগ, কয়েকদিনের মধ্যে সরকারি ঘর বরাদ্দ দেয়ার কথা বলে, প্রায় চারশত পরিবারের নিকট ২০০ থেকে ৩০০ টাকা, ভোটার আইডি কার্ড ও জমির কাগজের ফটোকপি উত্তোলন করেন কাউন্সিলর এবং তার লোকজন।  ঘর বরাদ্দের সময়সীমা অতিক্রম হলেও, পায়নি ভুক্তভোগী এসব পরিবার। আবার কাউন্সিলর ও তার লোকজনের ভয়ে মুখ খুলছেনা অনেকেই । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ