সরাইলে প্রতিবন্ধীর পাশে ৩ সমাজসেবী

সরাইলে মাহবুবুর রহমান (৪৮) নামের এক প্রতিবন্ধীর পাশে ঢাকা থেকে এসে দাঁড়িয়েছেন তাহমিনা, শাহানারা ও মিথুন নামের ৩ সমাজসেবী। মাহবুবুরের বাড়ি পাকশিমুল ইউনিয়নের ব্রাক্ষণগাঁও গ্রামে। বাম পা না থাকায় তিনি দীর্ঘদিন ধরে ট্রেচে ভর করে চলাফেরা করছেন। দারিদ্রতার কারনে একটি হুইল চেয়ার ক্রয় করতে পারছেন না। তিনি রিপোর্টার ও সমাজসেবক মো. মনসুর আলীর দ্বারস্থ হন। দীর্ঘদিন ধরে সমাজের অসহায় দরিদ্র লোকজনের সেবায় নিয়োজিত মনসুর আলী একটি হুইল চেয়ারের আবেদন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষ্ট্যাটাস দেন। ফেসবুকের আহবানে সাড়া দেন ঢাকায় বসবাসকারী সমাজসেবী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তাহমিনা আক্তার। বুধবার (১০অক্টোবর) সকালে তিনি হুইল চেয়ার সাথে নিয়ে ছুটে আসেন সরাইল প্রেসক্লাবে। সাথে ছিলেন আরেক সমাজসেবী শাহানারা বেগম ও এস এম এস মিথুন। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে আনুষ্ঠানিক ভাবে মাহবুবুর রহমানের হাতে তুলে দেন হুইল চেয়ারটি। এ সময় উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি ও সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, প্রেসক্লাবের সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, সমাজসেবক মনসুর আলী, সাদাকাত হিরু ও রওশন আলী। হুইল চেয়ার হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মাহবুবুর। তিনি বলেন, অনেক কষ্টে ছিলাম। চেয়ারটি আমাকে আরাম দিবে। অনেক খুশি হয়েছি। মন থেকেই দানকারীর জন্য দোয়া আসছে। আল্লাহ সবাইকে সুস্থ্যতার সাথে নেক হায়াত দান করুন।
/খবর দিনরাত!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ