রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা উদযাপন কমিটি কর্তৃক সোমবার (১৮ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের বাঁকখালী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যে আজকের অনুষ্ঠানের শুরুতে মৎস্যচাষীদের সমন্বয়ে বর্ণাঢ্য র‍্যালী, উপজেলা প্রশাসনের পুকুরে ২০কেজি পোনা অবমুক্ত করণ ও পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজয় পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) রামু, প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, মো. রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, রামু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ফারুক হোসেন, মেরিন ফিশারিজ অফিসার, রামু। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন ডা. অসীম বরণ সেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, রামু, মো. তৈয়বুর রহমান, অফিসার ইনচার্জ, রামু থানা, সুশান্ত দেব নাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, রামু ও উপজেলা মৎস্য চাষীদের পক্ষে মুজিবুল হক। বক্তারা মৎস্য চাষের উপর গুরুত্বারোপ করেন এবং মৎস্য চাষ দেশের অর্থনীতিতে সম্মৃদ্ধি, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থানে উপর গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্য চাষীদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপন ২০২৫ (১৮-২৪ আগষ্ট)এর প্রথম দিনের এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী, সাংবাদিক ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ