রমজানে নিম্নবিত্ত মানুষের পাশে তরুণ সমাজ সেবক মিজান

 





বার্তা পরিবেশক : 


পবিত্র মাহে রমজানে বিনামূল্যে ইফতার পাচ্ছে  ঝিলংজা ১ নং ওয়ার্ড লারপাড়ার মানুষ। এই মাস উপলক্ষে সমাজের অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন কক্সবাজারের বাসটার্মিনাল এলাকার এস কে গেস্ট হাউসের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক মো মিজানুর রহমান।


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর বাসটার্মিনালের লারপাড়া এলাকায় ৫০৫ জনকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগীর মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, দুধ, পিয়াজ, তেল ও মসলাসহ আরও কয়েক ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।



রমজানের শুরুতেই এমন উপহার পেয়ে খুশি উপকারভোগীরা। উপকারভোগি মো: ছিদ্দিক বলছেন, দ্রব্যমূল্যর উর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন দিশেহারা ঠিক সে সময় রমজানের আগে এমন উদ্যোগ প্রশংসনীয়। পাশাপাশি এমন কাজের জন্য উদ্যোক্তা মিজানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। 


আরেকজন উপকারভোগি মরিয়ম বেগম বলেন, দেশের ক্রান্তিকালে এমন উদ্যোগ নিয়ে গরিবের পাশে দাড়ানোর জন্যে কৃতজ্ঞতা। গরিবের বন্ধু হয়ে এমন কাজ যেন ভবিষ্যতে আরো করে যেতেন পারেন তার জন্যে দোয়া চান এই উপকারভোগি মহিলা।  


রমজান মাস জুড়ে  এলাকার গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন এস কে গেস্ট হাউসের স্বত্বাধিকারী মিজাননুর রহমান। তিনি বলেন, মানুষের পাশে দাড়ানোর এমন সুযোগ সবসময় আসে না তাই এমন পবিত্র মাসের শুরুতে মহৎ কাজের উদ্যোগ নিয়েছি। পুরো মাস জুড়ে নানা কর্মকান্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এই তরুণ সমাজ সেবক।



মিজানের মতো পবিত্র এই মাসে সমাজের হতদরিদ্রদের সাহায্যে সকল বিত্তবানদের সাধ্যমতো এগিয়ে আসার অনুরোধ করেন সমাজের সচেতন মহল। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ