নীলফামারীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ৭ দাবি নিয়ে শিক্ষকদের আলোচনা সভা


মো. সাদিকউর রহমান শাহ্ স্কলারঃ
শনিবার (২৮ জানুয়ারী) বেলা ১১টায় নীলফামারী আলিয়া ফাযিল মাদ্রাসার শ্রেনি কক্ষে জেলার সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্দোগে ৭ দফা দাবি ও বঞ্চিত শিক্ষকদের অধিকার বাস্তবায়নসহ শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মোখলেছুর রহমান । 

উক্ত আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সভাপতি কাজী আবু মুসা ভূঁইয়া। অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন, নীলফামারী আলিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মাদ মুসা। এসময় বক্তব্য রাখেন, জেলা কমিটির সাংগাঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল গনি, জলঢাকা উপজেলা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ডোমার উপজেলার সভাপতি কাজী জাহাঙ্গীর আলম বাদশা ও নীলফামারী সদর উপজেলার সভাপতি রবিউল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান।

শিক্ষকদের সাত দফা দাবি হলো ১. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহ জাতীয়করণ। ২. স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন করা। ৩. স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহারকরণ। ৪. রেজিষ্টেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভূক্তিকরণ। ৫. স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের বন্ধ হওয়া উপবৃত্তি পুনরায় চালু করার ব্যবস্থা করা। ৬. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় এক জন অফিস সহায়কের পদ সৃষ্টি করা। ৭. স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি করা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ