জেলা প্রশাসন, শ্রমিকজনতা,সাংবাদিকবৃন্দ ও সুধীজনদের প্রতি সার্বিক সহযোগিতার প্রত্যাশা কামনা ৬ ডিসেম্বরের দ্বি-বার্ষিক সম্মেলন বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

ইম ইউ বাহাদুরঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার আগামী ৬ ডিসেম্বর ২০২৪ দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে সম্মেলন বাস্তবায়ন কমিটির বৈঠক আজ ১৪ নভেম্বর বাদে মাগরিব জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাস্তবায়ন কমিটির আহবায়ক আমিনুল ইসলাম হাসান এর সভাপতিত্ব ও সদস্য সচিব মাওলানা মুহাম্মদ মহসিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর। উত্ত বৈঠক আরো উপস্থিত ছিলেন সম্মেলন বাস্তবায়ন কমিটর প্রচার বিভাগীয় প্রধান এম ইউ বাহাদুর, সদস্য মুহাম্মদ শাহজাহান, রামু উপজেলা সভাপতি মোক্তার আহমেদ, সদর উপজেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান ও শ্রমিক নেতা কবির হোছাইন প্রমুখ। প্রধান অতিথি শ্রমিকনেতা শামসুল আলম বাহাদুর বলেন, কক্সবাজার জেলার দ্বি-বার্ষিক সম্মেলন ৬ ডিসেম্বর ২৪, রোজ জুমাবার কক্সবাজার পাবলিক হলে হবে ইনশাআল্লাহ। সম্মেলন সফল করতে জেলা, প্রশাসন ও শ্রমিকজনতার প্রতি আহ্বান জানাই। সাংবাদিকবৃন্দ ও সুধীজনদের প্রতিও সার্বিক সহযোগিতার প্রত্যাশা করছি। কক্সবাজার জেলার দ্বি-বার্ষিক সম্মেলন আয়োজন শ্রমিকজনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। ইনসাব ভিত্তিক সমাজ বিনির্মাণে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রদান করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা জননেতা মাওলানা মুহাম্মদ শাহাজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেডারেশনের কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা, কক্সবাজার আসন-৪ এর সাংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক লস্কর মুহাম্মদ তসলিম, ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম লুৎফুর রহমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ