ইয়াবাসহ ঢাকায় উড়াল দেওয়া হয়নি দম্পতির

 



নিজস্ব প্রতিবেদক 

ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমান বন্দরে ফ্লাইট ধরতে এসে ইয়াববাসহ ধরা পড়েন টেকনাফের এক দম্পতি।

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ও  সিভিল এভিয়েশনের যৌথ অভিযানে ১৪ শ' পিস ইয়াবাসহ ওই দম্পতিকে কক্সবাজার বিমান বন্দর থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেল  ৪ টায় কক্সবাজার বিমান বন্দরে ইউএস বাংলা ফ্লাইট ধরতে আসে টেকনাফ থেকে। ফ্লাইট ধরার আগেই চেকপোস্টের তল্লাশীতে ধরা পড়েন তারা। তারা ওই বিমানের US Bangla BS150 নং ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল ।

এনআইডি কার্ড সূত্রে জানা যায়, ওই দম্পতি টেকনাফের পুরাতন পল্লান পাড়ার বাসিন্দা। তারা হলেন আবদুল আমিন (৩৫)ও মিম আকতার(২৫) । 

এক শিশুসহ তারা ঢাকার উদ্দেশ্যে যেতে বিমান বন্দরে এসেছিলেন ফ্লাইট ধরতে। ওই সময় বিমানবন্দরের প্রথম গেটের স্ক্যানারে লাগেজর ভিতর থেকে ১৪শ' পিস ইয়াবা উদ্ধার এবং ওই দম্পতিকে আটক করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ