কক্সবাজার চাঁদের পাড়ায় সীমানা প্রাচীর ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ 

বার্তা পরিবেশক
কক্সবাজার ঝিলংজা ৫ নং ওয়ার্ডস্থ চাঁদের পাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসের পেছনে জমিতে দেয়াল নির্মাণাধীন ইটের ঘেরাবেড়াসহ বেইজমেন্ট ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ তুলছেন ভুক্তভোগী অসহায় এক পরিবার। গত ২৯ সেপ্টেম্বর দিবাগত-রাত আনুমানিক দেড়টার দিকে স্থানীয় আবু সাঈদের পৈত্রিক জমিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আবু সাঈদ বাদী হয়ে, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন বলে জানাগেছে। তিনি ৭/৮জনকে অজ্ঞতনামাসহ ৩ জনকে আসামি করেছে। আসামিরা হলো, কলেজ গেইট জানারঘোনার বাসিন্দা মৃত এনামুল হকের পুত্র আমান উল্লাহ প্রকাশ আমিন, একই এলাকার হাফেজ আহমেদের পুত্র জিয়াউল হক জিয়া, চাঁদের পাড়ার মোবারক আলীর পুত্র আনছার উল্লাহ। বাদীর এজাহার সূত্রে জানাযায়, উপরোক্ত আসামীদেরকে জমি বিক্রি না করার ক্ষোভের বর্শবতি হয়ে ও পূর্বশ্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি। কক্সবাজার লিংরোড ঝিলংজা মহুরিপাড়া এলাকায় বাদির পৈত্রিক জমিটির  চার পাশে ইটের সীমানা প্রাচির দেওয়ার জন্য বেজমেন্ট তৈরি করতে যান। সেখানে মিস্তিরিরা সারা দিন কিছু কাজ শেষ করে সন্ধ্যা বাড়ি চলে গেলে আসামিরা সাঙ্গপাঙ্গ নিয়ে   রাতে এসে দেশীয় অস্ত্রস্বস্ত্রসহ হাঙ্গামা চালিয়ে সীমানা প্রাচীর ভেঙে দেয় তারা। ওই সময় কাজের জন্য আনা সিমেন্ট, বালি, লোহার রডসহ কয়েক লক্ষাধিক টাকার মামলামাল লুটপাট করে নিয়ে যায়। পরে বাদী হামলাকারিদের খোঁজ খবর নিলে তাকে জানে মেরে ফেলার হুমকি ধমকি প্রদান করে।  এ ঘটনায় জমি মালিক আবু সাঈদসহ তার পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ