বিশেষ প্রতিবেদন:
কিন্তু এর পিছনে যে কত নিমর্ম রক্তাক্ত কাহীনি আছে তা কম বেশি সবারই জানা আছো। ১৮৮৬ সালে শিকাগো শহরে শ্রমিকরা প্রথম ৮ ঘন্টা কাজের দাবি তুলেন , পরে ১৮৮৬ সালে একদল শ্রমিক তাদের ন্যায্য পাওনা ও দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন শুরু করেন, এবং তাদের এই দাবী কার্যকর করার জন্য তারা সময় বেঁধে দেয় ১৮৮৬ সালের ১ লা মে পর্যন্ত, কিন্তু কারখানা মালিক গন এই দাবি মেনে নিল না । ফলে শ্রমিকরা আবার আন্দোলন শুরু করেন , আন্দোলনরত শ্রমিকদের উপর ১৮৮৬ সালের ৪ঠা মে সন্ধ্যাবেলা হালকা বৃষ্টির মধ্যে শিকাগোর শহরে হে- মার্কেট নামক স্হানে পুলিশ শ্রমিকদের উপর হামলা চালায় এতে ১১ জন শ্রমিক নিহত হন । শ্রমজীবী মানুষের এই মহান ত্যাগ ও আন্দোলনের ফলে শ্রমিকরা দিনে ৮ ঘন্টা কাজের স্বীকৃতি পায়। ১৯৮০ সালের ১৪ ই জুলাই অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কংগ্রেসে ১লা মে তারিখ শ্রমিক দিবস বা শ্রম দিবস হিসাবে ঘোষনা করেন । সেই থেকে প্রতি বৎসর ১লা মে কে আন্তর্জাতিক শ্রম দিবস বা শ্রমিক দিবস হিসাবে পালন করা হয় , এবং এই দিনে বিভিন্ন দেশে সরকারি ছুটি হিসাবে ঘোষেনা করা হয়। (সংক্ষিপ্ত ঘটনা)
0 মন্তব্যসমূহ