সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ সামাজিক যোগাযোগ বা ডিজিটাল মাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। বুধবার দুপুরে দায়ের করা মামলাটি ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২৫ ধারার অপরাধে আমলে নিয়ে আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক পিবিআইকে তদন্তের নিদের্শ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদি পক্ষের আইনজীবী এডভোকেট ছমি উদ্দিন। মামলায় অভিযুক্তরা হলেন, ডিজিটাল অগ্রযাত্রা নামের একটি গণমাধ্যমের প্রতিবেদক মেহেদী হাসান পলাশ, টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা সুলতান আহামদ ও ইমান হোসাইন, ডিজিটাল অগ্রযাত্রার প্রতিনিধি খাঁন মঈন উদ্দিন ও ফাহিম হাসান সাদিক। অভিযুক্তদের মধ্যে সুলতান আহামদ কক্সবাজার জেলা বিএনপির সদস্য বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে। এডভোকেট ছমি উদ্দিন জানিয়েছেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ এবং উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল অভিযুক্তরা। দাবিকৃত চাঁদা না পেয়ে শাহাজাহান চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল অগ্রাযাত্রা নামের একটি পত্রিকার ফেসবুক পেইজে গত ৪ জুন একটি মিথ্যা মানহানিকর সংবাদ প্রকাশ করে। যেখানে বলা হয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী ফ্যাসিষ্ট নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছে শাহজাহান চৌধুরী। যেখানে সুলতান আহামদ ও ইমান হোসাইন নামের দুইজন মিথ্যা সাক্ষাতকারের উপর এই সংবাদটি প্রচার করা হয়। এই আইনজীবী জানান, সংবাদে যাদের কাছ থেকে টাকা আদায় করার কথা সংবাদে প্রচার হয়েছে তাদের সাথে বাদির কোন ব্যক্তিগত সম্পর্কে নেই। মূলত বিএনপি এবং বাদি সম্মানহানি করতে এমন একটি মিথ্যা সংবাদ প্রচার করেছে। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পিবিআইকে দায়িত্ব প্রদান করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ