
বার্তা ডেস্কঃ
গত ০৪/০৫/২০২৫ইং তারিখ কক্সবাজারস্থ হোটেল মোটেল জোন এলাকার হোটেল রয়েল বিচ রিসোর্টে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রাক্তন আইন ছাত্র-ছাত্রী এবং আইনজীবী পরিষদ, কক্সবাজার এর নির্বাচন ২০২৫ইং অনুষ্টিত হয়। সভাপতি- এডভোকেট খালেদ আনোয়ার
সেক্রেটারী- এডভোকেট নুরু রশিদ, সংগঠনের প্রায় ১১০ জন সদস্যের অংশগ্রহণে ২০২৫-২০২৬ইং মেয়াদকালের জন্য এডভোকেট খালেদ আনোয়ারকে সভাপতি এবং এডভোকেট নুরু রশিদকে সেক্রেটারী করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়। অপরাপর সদস্যরা হলেন- এডভোকেট মিজবাহ উদ্দিন (সহ-সভাপতি), এডভোকেট মোঃ বদিউল আলম সোহেল (সাংগঠনিক সম্পাদক), এডভোকেট মুসলেম উদ্দিন (অর্থ সম্পাদক), এডভোকেট মোহাম্মদ রহিম উল্লাহ (দপ্তর সম্পাদক), এডভোকেট ফারহান খালিদ (সাংস্কৃতিক সম্পাদক), এডভোকেট শারমিনা হক টুম্পা (বিশেষ প্রতিনিধি চাকুরীজীবি), এডভোকেট আসাদুজ্জামান জিসান (বিশেষ প্রতিনিধি- চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী), এডভোকেট মোবারক হোসেন সাঈদ (নিবাহী সদস্য), জাহেদুল ইসলাম (নির্বাহী সদস্য), এডভোকেট আবু রাশেদ মোহাম্মদ ইয়াহিয়া (নিবাহী সদস্য), এম, বশিরুল আলম সোহাগ মনি (নিবাহী সদস্য)। উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন এডভোকেট মোহাম্মদ জিয়া উদ্দিন (প্রধান নির্বাচন কমিশনার), এডভোকেট নূর আল এহসান উদ্দিন (অতিরিক্ত নির্বাচন কমিশনার), এডভোকেট আমির হোসাইন হাফেজী (সহকারী নির্বাচন কমিশনার), এডভোকেট শাহ আমিন চৌধুরী (সহকারী নির্বাচন কমিশনার), এডভোকেট রেজাউল হাসান মাসুম (সহকারী নির্বাচন কমিশনার), এডভোকেট প্রিয়ম দে (সহকারী নির্বাচন কমিশনার) এডভোকেট সৌরভ চৌধুরী (সহকারী নির্বাচন কমিশনার), এডভোকেট মোহাম্মদ ইমরান (সহকারী নির্বাচন কমিশনার)।
নির্বাচন সম্পন্ন হওয়ার পর একই দিনে নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্টান প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সম্পন্ন হয়। উক্ত দায়িত্ব হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত, কক্সবাজারের মাননীয় বিচারক জনাব আবুল মনছুর ছিদ্দিকী, বিশেষ অতিথি হিসাবে চট্টগ্রাম থেকে ভার্চুয়ালী যুক্ত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্টাকালীন সদস্য সিনিয়র সহকারী জজ চৌকি আদালত, রাউজান, চট্টগ্রাম এর মাননীয় বিচারক জনাব মুসলেহ উদ্দিন মিজান। উল্লেখ্য যে, পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষনার পর থেকে এডভোকেট আবদু রহমান আদরের নেতৃত্বে এডহক কমিটি হিসাবে মধ্যবর্তী সময়ের সংগঠনের অগ্রগতি ও নির্বাচন বিষয়ে সমস্ত বিষয় দেখভাল ও পরিদর্শন করেন। এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এডভোকেট মহিউদ্দিন খান, এডভোকেট আবদুল মোনায়েম সোহাগ, এডভোকেট শবনম মোস্তারী সুচি, এডভোকেট জিয়াউল হক মানিক, এডভোকেট ফাহিম ফায়সাল শিপু, এডভোকেট নাজিম উদ্দিন কাদের (সামি)। অনুষ্টানে সাগত বক্তব্য রাখেন এডভোকেট আবদুল মোনায়েম সোহাগ। প্রধান অতিথি হিসাবে যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত, কক্সবাজারের মাননীয় বিচারক আবুল মনছুর ছিদ্দিকী, বিশেষ অতিথি হিসাবে সিনিয়র সহকারী জজ চৌকি আদালত, রাউজান, চট্টগ্রাম এর মাননীয় বিচারক জনাব মুসলেহ উদ্দিন মিজান। অন্যান্য বক্তরা হলেন- এডভোকেট জিয়া উদ্দিন, এডভোকেট আবদুর রহমান আদর, এডভোকেট আমির হাফেজী, এডভোকেট রাজিব মাহমুদ, এডভোকেট মহিউদ্দিন খান, এডভোকেট রবিউল এহেসান প্রমুখ। নব নির্বাচিত কমিটির পক্ষে বক্তব্য রাখেন এডভোকেট খালেদ আনোয়ার-সভাপতি ও এডভোকেট নুরু রশিদ- সেক্রেটারী। প্রতোকে অত্র সংগঠনের সফলতা কামনা করেন।

0 মন্তব্যসমূহ