
শফিকুল ইসলামঃ
কক্সবাজারে সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু এব আরও দুইজন নিখোঁজের ঘটনা ঘটেছ। আজ সকাল ৯ টার দিকে সৈকতের হিমছড়ি পয়েন্ট সাগরে গোসল নামলে এ ঘটনা ঘটেছে।
মৃত উদ্ধার কে এম হাসানুর রহমান ওরফে সাবাব (২১) ঢাকার মিরপুর থানার এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে।
ঘটনায় নিখোঁজ অরিত্র হাসান বগুড়া সদরের দক্ষিণ সনসনিয়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং আসিফ আহমেদ দক্ষিণ নারুলি এলাকার রফিকুল ইসলামের ছেলে।
মৃত উদ্ধার ও নিখোঁজ সকলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সকালে ৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী।
সকালে হিমছড়ি সৈকতে যায়। যার মধ্যে দুইজন বাঁধের উপরে বসে ছিল এবং অপর ৩ জন বাঁধের নিচে নেমে গোসল নামে।
এসময় ঢেউয়ের তোড়ে তিনজনই সাগরে ভেসে যায়। যার মধ্য সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়।
বাকি দুজন নিখোঁজ রয়েছে।
তিনি জানান, বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
0 মন্তব্যসমূহ