আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কটেজ নির্মাণ চরম বেপরোয়া ভুমিদ্যুসু আমিন সিন্ডিকেট


আব্দুল আলীম নোবেল: কক্সবাজারের উখিয়া উপজেলাধিন মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় ভুমিদ্যুসু মোহাম্মদ  আমিন প্রকাশ আমান উল্লাহ সিন্ডিকেট জবর দখল করে আছে কয়েক কোটি টাকার  জমি। আদালতের ১৪৪ ধারাসহ স্থানীয় নিষেধাজ্ঞা  অমান্য করে তারা সেখানে কাঠের দ্বিতল কটেজ নির্মাণ করে রেখেছে। তার সাথে রয়েছে স্থানীয় মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ আমিন ও শাহজাহান। 

জমির প্রকৃত মালিক আব্দুল আজিজ জানান, ইনানী মৌজার বিগত ২০২০ সালের ২ ডিসেম্বর ১৪৭৩ নং দলিল মুলে 

সৃজিত বিএস খতিয়ান ৭৫০৮,৮৫৩৩ বিএস দাগ ৫৬৫৭, মুলে ০.০৭৪৯ একর জমি তারা দুই ভাই ক্রয় করেন। তিনি আরো বলেন,

নিষেধাজ্ঞা হল একটি বিচার বিভাগীয় কার্যক্রম যেখানে কোন পক্ষকে নির্দিষ্ট কোন কাজ করা বা করা হতে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়। এর পরেও তারা জমির উপর কটেজ নির্মাণসহ দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  


বিগত ২০২০ সালের দিকে পর্যটন ব্যবসায়ী আব্দুল আজিজ ও তার ভাই  কক্সবাজার শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার অদুরে 

সমুদ্র রানী পাথুরে বীচ পাটোয়ারটেক মেরিন ড্রাইভ সংলগ্ন একটি জমি ক্রয করেন। জমিটি অতিমূল্যবান হওয়ায় ভর করেছে তার উপর শনির শনিরদশা। 

পাটোয়ারটেক পৌঁছাতেই চোখে পড়ে দ্বিতল বিশিষ্ট কাটের ঘরে বসিয়ে এইজমিটি জরব দখল করে আছে একটি দখলবাজ সিন্ডিকেট। 

মাত্র বছর পাঁচেক না যেতে স্থানীয় ভুমিদ্যুসু বহু অপকর্মের মুলহুতা মোহাম্মদ আমিন প্রকাশ আমান উল্লাহ, মোহাম্মদ তৈযুব, শাহাজান এবং আরেক আমিন মিলে জলজ্যান্ত মগের মুল্লুকের মতো আব্দুল আজিজের জমির উপর দ্বিতল বিশিষ্ট কাটের ঘরে বসিয়ে এইজমিটি জরব দখল করে আছে এই দখলবাজ সিন্ডিকেট। 

গেল কিছু দিন আগে জমির প্রকৃত মালিক আব্দুল আজিজ এই দখল বাজের বিরুদ্ধে গত ২৪ মার্চ এমআর ৩৩২/২৫ মামলা রুজু করে ১৪৪ ধারা জরি করেও কোন কাজ হয়নি। 

অপর দিকে চলতি বছরের ২৩ এপ্রিল এদের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা দিলেও 

সেটিরও তাদের কাছে কোন পাত্তা পাচ্ছে না। এই দখলবাজের কাছে  দেশের আইন আদালত তাদের কাছে মামুলি ব্যাপার মাত্র। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জবর দখল করে আছে এই ভুমিদ্যুসু সিন্ডিকেট।

এই বিষয়ে দখলবাজ সিন্ডিকেটের একজন মোহাম্মদ আমিন প্রকাশ আমান উল্লাহ বলেন, তারা অন্য একজনের কাছ থেকে ২০২২ সালে জমিটি ক্রয় করেছে।

এই বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আরিফ হোসাইন জানান, দখলবাজকে ধরতে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়ে। অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ