নীলফামারীতে "এক্সেল রোড কন্ট্রোল স্টেশন" স্থাপনের প্রতিবাদে মানববন্ধন


মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, রংপুর ব‍্যুরো অফিসঃ

নীলফামারী সদরে সংগলশী ইউনিয়নে  শিমুলতলা বাজার এলাকায় কাদিখোল, সুবর্ণখুলী এবং ছোট সংগলশী মৌজায় শিক্ষা প্রতিষ্ঠান,বসত বাড়ি, কবরস্থান, বাজার,ঈদগাহ উচ্ছেদ এবং তিন ফসলী আবাদি জমি নষ্ট করে  "এক্সেল রোড কন্ট্রোল স্টেশন" স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (২৯ জানুয়ারী) সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের পাশে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সূবর্ণখুলী শিমুলতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক আলাউদ্দিন, শিমুলতলা বাজার কমিটির সভাপতি আব্দুস সামাদ,আব্দুল আজিজ, কফিল উদ্দিন,সেরাজুল হক, সূবর্ণখুলী শিমুলতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র -ছাত্রী, দোকানদারসহ আরও অনেকে।

এ সময় বক্তরা বলেন, এক্সেল রোড কন্ট্রোল স্টেশন" স্থাপন হলে, স্কুল, বাজার,কবরস্থান, বসতবাড়ি উচ্ছেদ ও আবাদি জমি নষ্ট হবে এবং  আমাদের  ব্যাপক ক্ষতি হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ