ঝাউতলায় আদর্শ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

প্রতিবেদনঃ সরকারের নগর উন্নয়নের আওতাধীন কক্সবাজার পৌরসভার বাস্তবায়নে বৃহত্তর ঝাউতলা গাড়ীর মাঠ এলাকায় সড়ক উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থার কাজ চলমান রয়েছে। কিন্তু একটি পরিবার উন্নয়ন বিরোধী নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পরিবারটি ইতোমধ্যে এলাকার সাধারণ মানুষের উপর হামলা—মামলা অব্যাহত রেখেছে। তাই সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ঝাউতলায় আদর্শ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার বিকালে অবৈধ দখলদারের উন্নয়ন বিরোধী বাধা, হামলা ও ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপত্বির বক্তব্য রাখেন জেলা নারী কল্যাণ সমিতির সভাপতি ফাতেমা আনকিছ ডেইজি। বক্তব্য রাখেন ঝাউতলা সমাজ কমিটির সাবেক সভাপতি বজল করিম, ঝাউতলা সমাজ কমিটির আহ্বায়ক আহমদ হোসেন গুরা মিয়া, সদস্য সচিব মনির হোসাইন টিটু, মাষ্টার নাছির উদ্দিন, দোলন ধর, নারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা আলম লিপি, চারু বহদ্দার, গোলাম রহমান, সেলিম রেজা, বাদশা মুন্সি, সিরাজ, বিপ্লব মিত্র, হুমায়রা, জহুরা, রহিমা, মিনু মিত্র প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ