শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জলঢাকায় শিক্ষক সমাজের মানববন্ধন


মোঃ শাহজাহান কবির লেলিন, বিশেষ প্রতিনিধিঃ

দেশব্যাপী শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ ও শিক্ষক সমিতি।  মঙ্গলবার (৫ জুলাই ২০২২) সকাল ১১ হতে দুপুর ১টা পর্যন্ত পৌর শহরের জিরোপয়েন্ট মোড়ে ২ ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। 

স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও জলঢাকা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, নীলফামারী জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী, সাধারণ  সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ জুয়েল, 

স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পদক নুরুজ্জামান  জলঢাকা মহিলা কলেজ অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম,  গোলমুন্ডা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রধান শিক্ষক  বেলাল হোসেন, ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও শিক্ষক আতাউর রহমান প্রমুখ। 

বক্তারা হাজি সাভার ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারের হত্যা এবং নড়াইল মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পড়ানোসহ দেশব্যাপী শিক্ষক নির্যাতনের প্রতিবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ