ফুয়াদ আল-খতীবে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

পরিকল্পত বার্তাঃ কক্সবাজারের আলোচিত বেসরকারি হাসপাতাল ফুয়াদ আল-খতীব হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ আইনি ঝামেলা এড়াতে তিনদিনপর পরিবারের সঙ্গে সমঝোতা করবেন বলে জানা গেছে। মৃত প্রসূতি রোগী ফারজানা আক্তার (২৭) টেকনাফ পৌরসভার নাইক্ষ্যংপাড়া এলাকার মেয়ে, সেন্টমার্টিনের জিয়াউর রহমানের স্ত্রী।কক্সবাজারে ভুল চিকিৎসায় এক প্রসূতি রোগীর মৃত্যুর খবর যখন ফেইসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ ওই হাসপাতালে ভিড় করে। রোগীর স্বজনরা স্থানীয় কয়েকজন সাংবাদিক নিয়ে ফুয়াদ আল- খতীব হাসপাতালে ওই চিকিৎসক'র কাছে মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনদিনপরে এ বিষয়ে বসবো।সরজমিনে গিয়ে দেখা যায়, রোববার (৫ জুন) দুপুর ১২টার দিকে নিহতের স্বজনরা ফুয়াদ আল-খতীব হাসপাতাল অবরুদ্ধ করে রাখে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এসে বলেন আপনারা উপরে আসেন সমঝোতা হবে বলে শান্তনা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ