কক্সবাজারে এক সপ্তাহে ১৩ মেডিকেল শিক্ষার্থী করোনা আক্রান্ত , নতুন সনাক্ত ১৪

 


নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে মঙ্গলবার ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ জন কক্সবাজার মেডিকেল কলেজের ছাত্রী রয়েছেন। এনিয়ে গত এক সপ্তাহে মেডিকেল শিক্ষার্থী করোনা আক্রান্ত হলো ১৪ জন। যাদের মধ্যে ১৩ জন ছাত্রী। আক্রান্ত মেডিকেল ছাত্রীরা সকলেই কমেক হোস্টেলে অবস্থান করছিলো বলে জানা গেছে।

এদিকে গত এক সপ্তাহে কক্সবাজার সদর হাসপাতালের ১১ জন চিকিৎসক করোনা আক্রান্ত হলো।

গেলো ২৪ ঘন্টায় কক্সবাজার সদর হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন টেস্ট ও কমেক পিসিআর ল্যাবে দেয়া ১৯০ টি নমুনা বিপরীতে ১৪ জন করোনা আক্রান্ত হয়। আক্রান্তের হার ৭ দশমিক ৩৭ শতাংশ। 

আক্রান্তদের মধ্যে রয়েছে কক্সবাজার সদর উপজেলার ৮ জন, উখিয়ার ৪ জন, টেকনাফের ১ জন, বাকি ১ জন মেডিকেল ছাত্রী। 


এনিয়ে গত ৮ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৪ জনে যেখানে চিকিৎসক আক্রান্ত হলো ১১ জন এবং মেডিকেল শিক্ষার্থী ১৩ জন।


কক্সবাজারে করোনা আক্রান্ত এবং শনাক্তের হার কমলেও কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান সবাইকে টিকা নেওয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ