কক্সবাজারে মোর্শেদ হত্যা : ৪ নেতাকে আ.লীগ থেকে বহিষ্কার

বিশেষ প্রতিবেদক: কক্সবাজার সদরের পিএমখালীতে মোরশেদ আলি ওরফে বলী মোর্শেদকে পৈশাচিকতায় হত্যাকান্ডের ঘটনায় ৪ জনকে সদর আওয়ামী লীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। তারা সকলে এই কমিটির সদস্য ছিলেন। মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে সদর আ.লীগের আহ্বায়ক মাহমুদুল করিম মাদু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, ছৈয়দ রেজাউর রহমান রেজা ও টিপু সুলতান দলীয় প্যাডে সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মোর্শেদ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল মালেককে প্রধান আসামী করে ২৬ জনের বিরুদ্ধে মামলা করার কথা জানায় পুলিশ। মামলার আসামীর মধ্যে আওয়ালীগ থেকে বহিস্কৃত চারজন হলেন- আব্দুল মালেক, জয়নাল আবেদীন, আবু তাহের ও সিরাজুল মোস্তফা আলাল। কক্সবাজার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেছেন, ‘প্রকাশ্যে মোর্শেদ বলিকে হত্যা অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সে কারণে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তার দায়ভার তো সদর আওয়ামী লীগ নিতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারায় তাদের বহিষ্কার করা হয়েছে।’ উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) আছর নামাজের সময় ইফতার অনুষঙ্গ কিনতে চেরাংঘর বাজারে আসেন মোরশেদ আলি। তখনই সেখানে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে মধ্যযুগীয় কায়দায় পৈশাচিকতা চালায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ