ডোমারে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু’র অবদান সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত


রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: 

নীলফামারীর ডোমার পৌরসভায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা “মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা”  মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ডোমার পৌরসভা নিজস্ব চত্ত্বরে অনুষ্ঠানটির আয়োজন করে। ডোমার পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন সভাপতির বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এসময় পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,পৌর সার্ভিস এসোসিয়েশন ডোমার শাখার সম্পাদক উজ্জ্বল কাঞ্জিলাল।

এছাড়াও সহকারী অধ্যাপক বিজয় কুমার ঘোষ, ব্যবসায়ী শেখর চন্দ্র সাহা প্রমূখ  উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্থানীয় প্রত্যাশা মিউজিক্যাল একাডেমির শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ