নীলফামারীতে স্বামীর চিকিৎসার টাকা যোগাড়ক রতে না পেরে স্ত্রীর আত্নহত্যা


মো. সাদিকউর রহমান শাহ্ (স্কলার) রংপুর ব‍্যুরোঃ

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের চৌধুরীপাড়া দুনদুরি গ্রামে স্বামীর চিকিৎসার টাকা যোগাড় করতে না পেরে মঙ্গলবার রাতে শরিফা আকতার(৩৫) নামে এক গৃহবধু ইদুর মারার ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করেছে।

এলাকাবাসীবাসী জানায়, তার স্বামী এমদাদুল হক ভ্যানে করে বিস্কুট, চানাচুর, বাদাম ইত্যাদি গ্রামে গ্রামে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। প্রায় ৫/৬ বছর থেকে অসুস্থ্য হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে। এ অবস্থায়

শরিফা আকতার অন্যের বাসায় ঝি-এ কাজ করে ৪ সন্তান, স্বামীর মুখে কিছুটা হলেও খাবার তুলে দিতে পারলেও স্বামীর চিকিৎসার জন্য টাকা যোগাড় করতে পারেনি। এই ক্ষোভেই সে আত্নহত্যার পথ বেছে নেয়।

সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন, বলেন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে সাহায্য করা হলেও তা তার জন্য যথেষ্ট নয়। বুধবার সকাল ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ