নীলফামারী ও সৈয়দপুরের ৬ ইটভাটির অর্থদন্ড


বিশেষ প্রতিনিধি নীলফামারীঃ
 

নীলফামারীর দুইটি ও সৈয়দপুর উপজেলার চারটি ইটভাটার ১৮ লক্ষ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জড়িমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

রবিবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকারী আলী রাজিব মাহমুদ মিঠুন ও রংপুর জেলা কাযার্লয়ের পরিদর্শক মনোয়ারুল ইসলাম নীলফামারী সদরের দুইটি মেসার্স ডিনা ব্রিকসের প্রোপাইটর আব্দুর রাজ্জাকের দুই লক্ষ ও মেসার্স এসবিএস ব্রিকসের প্রোপাইটর ফরজার আলীর চার লক্ষ এবং সৈয়দপুর উপজেলার চারটি মেসার্স এনএসবি ব্রিকসের প্রোপাইটর আব্দুল বাকীর তিন লক্ষ, মেসার্স এমবি ব্রিকসের প্রোপাইটর মাহবুবুর রহমানের তিন লক্ষ, মেসার্স টিবিএল ব্রিকসের প্রোপাইটর আহসান হাবিব খানের তিন লক্ষ, মেসার্স এমএমবি ব্রিকসের প্রোপাইটর জাবের আহম্মেদের তিন লক্ষ টাকা জড়িমানা আদায় করে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন-২০১৩ সংশোধনী-২০১৯ এর১৫(১)(২) ধারা মতে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত মাটি সংগ্রহ এবং ব্যবহার করার অপরাধে ইটভাটা ছয়টির অর্থদন্ড করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ