সৈয়দপুর নাগরিক ঐক্য ফোরামের আয়োজনে পৌরসভার ব্যবসায়ী ও রেল সম্পত্তিতে বসবাসকারীদের সাথে আলোচনা সভা


মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ব্যবসায়ী ও রেল সম্পত্তিতে বসবাসকারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের নতুন বাবুপাড়া পৌরসভা সড়কের আদিবা কনভেনশন হলে সৈয়দপুর নাগরিক ঐক্য ফোরামের আয়োজনে ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর নাগরিক ঐক্য ফোরামের আহ্বায়ক ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সাখাওয়াৎ হোসেন খোকন। 

সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু’র সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দপুর নাগরিক ঐক্য ফোরামের সদস্য সচিব এ্যাডভোকেট হাসনেন ইমাম সোহেল, সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাকির হোসেন বাদল, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য কাজী ময়নুল হক,পৌরসভার সাবেক কাউন্সিলর আকতার হোসেন ফেকু, ব্যবসায়ী নেতা মো. মিজানুর রহমান লিটন,

বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন ও সৈয়দপুর সিটি  আন্দোলনের আহ্বায়ক তামিম রহমান প্রমূখ। সভায় সৈয়দপুরে রেলওয়ের জমির মালিকানা নিয়ে রেল ও পৌরসভার দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা, পৌরসভার ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে রেলওয়ে ভূমিতে বসবাসকারী ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা

চিহৃিত করে সৈয়দপুর নাগরিক ঐক্য ফোরামের ব্যানারে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে  সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। খুব শিগগির নাগরিক ঐক্য ফোরামের প্রতিনিধিদের নিয়ে রেলমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে বলে সভায় জানানো হয়। অনুষ্ঠানে সৈয়দপুর শহরের বিভিন্ন সেক্টরের বিপুল সংখ্যক ব্যবসায়ী, পেশাজীবি,  সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ