নীলফামারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে ভার্চুয়ালী আলোচনা সভা অনুষ্ঠিত


নীলফামারী ডিস্ট্রিক করেসপন্ডেন্টঃ

”তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার?” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ । এই উপলক্ষে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জুম প্লাট-ফর্মের মাধ্যমে সভার আয়োজন করেন নীলফামারী পলিসি ফোরাম (ডিপিএফ)। ভার্চুয়াল আলোচনায় ডিপিএফ এর সভাপতি ও নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

আলোচনা শুরুতেই জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায় তথ্য অধিকার আইন ২০০৯ এর লক্ষ্য, উদ্দেশ্য, আইনী কাঠামো, আবেদন, সময়সীমা, অভিযোগ দায়ের, জরিমানা, তথ্য প্রদানে বাধ্য নয় এমন প্রতিষ্ঠান ও তথ্য সম্পর্কে বাধ্যবাধকতা বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুর রহমান বলেন, এখনও অনেক অফিসে হালনাগাদ তথ্য ও সিটিজেন চার্টার বক্স চোখে পড়ে না। তিনি সাংবাদিকদের বলেন, আমার অফিসে আপনাদের অনেকেই তথ্যের জন্য আসে সেটা আমার কাছে খুবই পছন্দীয়। কারন একটা প্রকল্প নিয়ে বলাবলি হলে সেটাতে সচ্ছতা আসে। তাই তথ্য দিতে সমস্যা কোথায় ?

ভার্চুয়ালী উম্মুক্ত আলোচনায় উঠে আসে, নীলফামারীর ৬৪ দপ্তরের ওয়েব সাইটের মধ্যে মাত্র ২৫টি ওয়েব সাইটের শতভাগ তথ্য পাওয়া গিয়েছে। বাকী ৩৯ টি সাইটের তথ্য হালনাগাদ করার জন্য প্রস্তবনা দেওয়া হয়। আলোচনায় জুম প্লাট-ফরর্মে অংশ গ্রহন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর আনোয়ার, মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংবাদিক তাহমিন হক ববি, নিখিল রায় ভুবন, শীষ রহমান, সাদিকউর রহমান শাহ্ (স্কলার), তৈয়ব আলী সরকার, মোশাররফ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহসান রহিম মঞ্জিল, ডিএফএর সদস্য ও জুমের সঞ্চালক ফারহানা ইয়াসমিন, আঞ্চলিক কো-অর্ডিনেটর রেহানা বেগম প্রমুখ। এসময় সুধি সমাজের ৭৪ জন ব্যক্তিবর্গ আলোচনায় অংশ গ্রহন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ