সৈয়দপুরে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন


মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ

সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার শহরের শেরে বাংলা সড়কস্থ সৈয়দপুর প্লাজায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত দ্বি-বার্ষিক সাধারন সভায় ওই কমিটি গঠণ করা হয়। উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিসার নূর মোহাম্মদ এবং বিশেষ অতিথি ছিলেন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা জি. এম. কামরুল হাসান। সভায় সর্বসম্মতিক্রমে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনকে সভাপতি, আহসান হাবীব জনিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়। 

কমিটিতে অন্যান্য পদে যারা রয়েছেন তারা হচ্ছেন, সহ- সভাপতি বিথি ইসলাম, খুরশিদ জামান কাকন ও মো. মাসুম বিল্লাহ, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, অর্থ সম্পাদক  মো. মামুন, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, দপ্তর সম্পাদক মো. কুরবান আলী, পরিবেশ  সম্পাদক মো. রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক মো. রাকিব হাসান, প্রচার সম্পাদক মো. রেজাউল করিম, সাংস্কৃতিক সম্পাদক মো. বেলায়েত হোসেন বিপু, তথ্য ও প্রযুক্তি  সম্পাদক মো. সোহেল রানা, সমাজকল্যাণ সম্পাদক মো. আতাউর রহমান, 

যুব সম্পাদক মো.আসাদুজ্জামান, ধর্ম সম্পাদক মো.মোকাররম হোসেন, কার্যকরী সদস্য মো. নাঈমুল ইসলাম নয়ন, মো. সুমন, ইয়াসিন আরাফাত, মোরসালীন। প্রসঙ্গত, “পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও” এ শ্লোগানকে সামনে রেখে গত ২০১৩ সাল সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থাটি গড়ে উঠে। বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত হয়ে সেতুবন্ধন সংগঠনটি সৈয়দপুরব্যাপী পাখির নিরাপদ আবাসস্থল গড়ে তোলার প্রত্যয়ে গাছে গাছে কলস বেঁধে দিয়ে আসছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ