রবীন্দ্র প্রয়াণে কন্ঠশিল্পী সাহেদের গান-কবিতার যুগলবন্দী-“একটুকু ছোঁয়া লাগে”


সংবাদ বিজ্ঞপ্তিঃ

আজ ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে দেশের তরুণ প্রতিভাবান সংগীত শিল্পী জেএস সাহেদের পরিকল্পনায় “একটুকু ছোঁয়া লাগে” শিরোনামে গান-কবিতার যুগলবন্দী প্রকাশিত হচ্ছে Js Sahed ইউটিউব চ্যানেলে।

এই আয়োজনে “একটুকু ছোঁয়া লাগে” গানটি গেয়েছেন জেএস সাহেদ, “শেষ বসন্ত” কবিতাটি আবৃত্তি করেছেন ভাণ্ডারী আরিফ, বাঁশি বাজিয়েছেন মুন্সী জুয়েল। এই পুরো আয়োজনটির সঙ্গীতায়োজন করেছেন মুন্সী জুয়েল। দর্শকরা এই আয়োজনটি ইউটিউবে উপভোগ করতে পারবে আজ ৬ই আগস্ট শুক্রবার সন্ধ্যা ৬ঃ৩০ মিনিট থেকে।

উল্লেখ্যঃ কন্ঠশিল্পী সাহেদ সঙ্গীত প্রতিযোগিতায় মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে দুইবার জাতীয় পুরস্কার অর্জন করেন।

সাহেদ বলেন, আমি গানের মানুষ, গানের সাথেই আছি। আমি সকল ধারার সঙ্গীতচর্চা করার চেষ্টা করছি। রবীন্দ্রনাথের গান আমাকে মনের ভেতর থেকে উজ্জীবিত করে। তাই বিশ্বকবির প্রয়াণ দিবসে কবিগুরুর প্রতি এটি আমাদের গীতাঞ্জলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ