এন.এম. হামিদী, বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারী সদরের পল্লীতে দম্পতিকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা।
অভিযোগে জানা যায় নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের হালির বাজার এলাকার মৃত্যু ময়েন উদ্দিনের পুত্র বাবলু (৩৫) এর সাথে একই পাড়ার সাইদুলের রশিদের মোবাইল নিয়ে ঝগড়া বাঁধে ঐ ঘটনাকে কেন্দ্র করে রশিদ বাবুলকে বিবস্ত্র করে পানিতে চুবাতে থাকে।
এ সময় বাবুলের স্ত্রী নাজিরা বেগম এগিয়ে এলে তাকেও পানিতে চুবাতে থাকে পরে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে দেন।
0 মন্তব্যসমূহ