ডিমলায় আটশো অসহায় নারীর পরিবার পেলেন পল্লীশ্রী’র ত্রাণ


মহিনুল ইসলাম সুজন, ক্রাইম রিপোর্টারঃ

দ্বিতীয় দফায় কোভিড-১৯ করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারনে নীলফামারীর ডিমলায় অসহায় নিম্ন আয়ের আটশো প্রকল্প উপকারভোগীর প্রত্যেক পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা হিসেবে ২০কেজি করে চাল বিতরণ করেছেন পল্লীশ্রী রিপ প্রকল্প। 

উক্ত প্রকল্পের আয়োজনে বিএমজেড ও নেটজ্ বাংলাদেশের অর্থায়নে মঙ্গলবার(২৭ এপ্রিল)উপজেলার নাউতারা,খগাখগড়িবাড়ী ও গত সোমবার গয়াবাড়ি,বালাপাড়া ইউনিয়ন সহ চার ইউনিয়নের স্ব-স্ব ইউনিয়ন পরিষদ মাঠে দুইদিন ব্যাপী মোট আটশো(৮০০)পরিবারের নারী উপকারভোগী প্রত্যেকের মাঝে ২০ কেজি করে চাল ত্রাণ সহায়তা হিসেবে বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়।এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শামসুল হক,খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,বালাপাড়া ইউপি চেয়োরম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া,নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন,গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেনসরকার, ডিমলা পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, পল্লীশ্রী রিপ প্রকল্পের ডোমার-ডিমলার প্রজেক্ট ম্যানেজার মইনুল হক,টেকনিক্যাল অফিসার জয়ন্তী রানী,ডিমলা ইউনিট ম্যানেজার নুরনাহার বেগম,একাউন্টেন্ট আলাউদ্দিন,ফিল ফ্যাসিলিটেটর,অজয় রায়,প্রভাষ রায়,সুজন রায় প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ