ডোমারে ‘সবার পাঠশালা’ বাড়ীতে পৌঁছে দিচ্ছে রমজান উপহার


রতন কুমার রায়-স্টাফ রিপোর্টারঃ

বৈশি্বক মহামারি করোনা সংক্রমণের কবল থেকে নিজেকে রক্ষা করতে স্বাস্থ্যবিধিসহ দেশে সরকার ঘোষিত লকডাউন মেনে চলতে গ্রামের বেশিরভাগ দৈনন্দিত উপার্জনশীল খেটে খাওয়া মানুষগুলো হয়েছে কর্মহীন। 

চলতি রমজান মাস শুরুতে লকডাউন ঘোষনা হওয়ায় বেশি অসুবিধায় পড়েছে রোজাদার মুসলিম সম্প্রদায়। আত্মমানবতার স্বার্থে দুঃস্থ্য দারিদ্র অসহায় রোজাদারদের বাড়ী বাড়ী গিয়ে ‘রমজান উপহার’ নামে একটি প্যাকেট পৌছে দিচ্ছে নীলফামারী জেলার ডোমারে অলাভজনক সংগঠন ‘সবার পাঠশালা’র স্বেচ্ছাবেকরা। রোজা শুরু হতে ২০ এপ্রিল মঙ্গলবার অবদি জেলার  বিভিন্ন জায়গায় ৪শ’ পরিবারের মাঝে প্যাকেট বিতরণ করেন তারা। 

উপহার প্যাকেটে চাল,ডাল,তেল,আলু,পিয়াজ,মুড়িসহ খাদ্য সামগ্রী রেখেছে ‘সবার পাঠশালা’। ‘সবার পাঠশালা’র উপদেষ্টা তপু রায় জানান, এই প্রতিষ্ঠান মূলত একটি শিক্ষামূলক সংগঠন। তবে শিক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তন,এসডিজি,সামাজিক ও মানবতার কাজ করে চলছি। ‘রমজান উপহার’ কার্যক্রম মাস ব্যাপী  বিতরণ চলমান থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ