পাটকল শ্রমিক নেতা রুহুল আমিনের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ


ওবাইদুল ইসলাম, গাইবান্ধাঃ
 

পাটকল শ্রমিক নেতা রুহুল আমিনের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে গাইবান্ধায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিক্ষোভ।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, শ্রমিকনেতা রুহুল আমিনসহ ঢাকায় মশাল মিছিল থেকে গ্রেফতারকৃত ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি এবং কারাগারে লেখক মুশতাক হত্যার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন শামিম আরা মিনা, ওয়ারেছ মন্ডল রাংগা। নেতৃবৃন্দ ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক মুশতাককে গ্রেফতার করে কারাগারে তিলে তিলে হত্যা করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হত্যার নিরপেক্ষ- সুষ্ঠু তদন্তসহ হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন। তারা আওয়ামী সরকারের দুঃশাসনসহ গনবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন রুখে দাঁড়ানোর জন্য সর্বস্তরের জনগনের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ছাত্র-শিক্ষক-কর্মচারীদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করার জোর দাবী করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ