বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সৈয়দপুরে বঙ্গবন্ধু পরিষদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ

নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা গতকাল শুক্রবার রাতে শহরের  লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর  পৌরসভার মেয়র মোছা. রাফিকা আকতার জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন। বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর জেলা শাখার সভাপতি ম. আ. শামীমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য বলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক। এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, আয়োজক সংগঠনের সৈয়দপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, অধ্যাপক মো. সামসুল আলম শাহ্, প্রকৌশলী মোনায়মুল হক অধ্যক্ষ মো. আমিনুর রহমান সরকার, 

সাবেক সভাপতি ডা. মো. মাহবুবুল হক দুলাল প্রমূখ। ওইদিন সংগঠনটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য রাবেয়া আলীম এবং বিশেষ অতিথি পৌর মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিনকে সংবর্ধনা দেয়া হয়। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন লিটন। শেষে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত শিল্পী হোসনে আরা লিপি ও ইস্পাহানি  সংগীত পরিবেশন করেন।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ