বীরগঞ্জে হতদরিদ্রদের মাঝে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিনামূল্যে বাছুর বিতরণ


মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
 

পরিবারের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে দিনাজপুরের বীরগঞ্জে তালিকাভুক্ত হতদরিদ্র পরিবারদের মাঝে বিনামূল্যে দেশী বকনা বাছুর বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। রবিবার দুপুর দেড়টায় উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় ও গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ খালেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ৫০ জনের মাঝে একটি করে দেশী বকনা জাতের বাছুর বিতরণ করেন  সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। 

এসময় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ ইউনুস আলী, নখাপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও ইউপি সদস্য ওবাইদুল হক, বীরগঞ্জ এপির প্রোগাম অফিসার প্রশান্ত বাস্কে উপস্থিত ছিলেন। অন্যদিকে একইদিনে মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় ও গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলামের সভাপতিত্বে ৫০ জন তালিকাভূক্ত হতদরিদ্র পরিবারদের মাঝে বিনামূল্যে একটি করে দেশী বকনা বাছুর বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি। এসময় বীরগঞ্জ এপির প্রোগাম অফিসার প্রোগাম অফিসার দিপা রোজারিও উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ