সৈয়দপুরে রত্নগর্ভা রাবেয়া রহমানের ইন্তেকাল


মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ

নীলফামারী জেলার সাংস্কৃতিক সংগঠক ও বিশিষ্ট সংগীত শিল্পী শেখ রোবায়েতুর রহমান রোবায়েত ও প্রকৌশলী হোসেন শহীদ শেখ এর মা এবং রত্নগর্ভা মায়ের অ্যাওয়ার্ডপ্রাপ্ত রাবেয়া রহমান বার্ধক্যজনিত কারণে আজ রবিবার বেলা দুপুর ১২টায় সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি  . . . রাজিউন)।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। 

তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ নামাজে এশা শহরের কয়ানিজপাড়াস্থ ঈদগাহ্ মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে মরহুমাকে শহরের কয়ানিজ পাড়া কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী,সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন,

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন,পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আ. শামীম, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ নার্জিজ বাণু,  সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী,

পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. জোবায়দুল ইসলাম মিন্টু, শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রসঙ্গত, রাবেয়া রহমানকে গত ২০১৬ সালে রত্নাগর্ভা মায়ের অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। মরহুমা রাবেয়া রহমান ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মরহুম শেখ লুৎফর রহমানের সহধর্মিনী এবং বিশিষ্ট গাইনী চিকিৎসক ডা. লায়লা আরজু শেখ এর মা ও বিশিষ্ট চিকিৎসক ডা. শেখ নজরুল ইসলামের শ্বাশুড়ী।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ