ঢাকায় গিয়ে নিখোঁজ রিপনের সন্ধান চায় পরিবার


রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার:
 

শ্বশুড় বাড়ী হতে কাজের সন্ধানে ঢাকা যাওয়ার কয়েকদিন পর থেকে কোন সন্ধান পাওয়া যাচ্ছে না নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের ফজলুল হকের ছেলে রিপন হোসেনের(২৮)। দির্ঘদিন কোন খোজ খবর না পাওয়ায় গত ৮ জানুয়ারী ডিমলা থানায় জিডি করেন নিখোঁজ রিপনের অসহায় স্ত্রী খাতিজা বেগম।

খাতিজা বেগম জানান, গত বছরের  আগস্ট মাসের প্রথম সপ্তাহে ঢাকায় যায় রিপন। ঢাকা যাওয়ার প্রথম দিকে মোবাইল ফোনে যোগাযোগ হলেও পরবর্তীতে তাহার ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ দেখা যায়। ৫ফুট ৪ ইঞ্চি লম্বা রিপনের গায়ের রং ফর্সা, হালকা পাতলা গঠনের গোলাকার মূখাকৃতি’তে হালকা লম্বা দাড়ি আছে। কোন সুহৃদ ব্যক্তি রিপনের দেখা পাইলে নিম্নো উল্লেখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন রিপনের স্ত্রী। মোবাইল-০১৭৯১৯৬৪৮১০/০১৭১৪৯৬৯৪২১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ