ডোমারে মটর শ্রমিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ


রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার:
 

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনার হ্রাস এবং সড়কপথ নিরাপদ করনের লক্ষ্যে মটর শ্রমিকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়নে মটরযান চালকদের (ড্রাইভার)  একদিন ব্যাপি প্রশিক্ষণ সমাপ্তি হয়েছে।

সোমবার সকাল সাড়ে নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত মটরযান চালকদের (ড্রাইভার) সমাপণী ব্যাচের ৩০জন প্রশিক্ষণে অংশ গ্রহন করে। এর আগে তিনটি ব্যাচের একদিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলার একশত বিশজন মটরযান চালককে প্রশিক্ষণের লক্ষ্যে গত ২৬ জানুয়ারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির বাস্তবায়নে প্রশিক্ষণটির সহযোগীতা করেন উপজেলা  পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি)স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি(জাইকা)। ডোমার থানার সার্বিক তত্ববধানে প্রশিক্ষণ প্রদান করেন ওসি তদন্ত বিশ্বদেব রায়, এসআই সুমন রায়, এএসআই গোলাম মোস্তফা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ