অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারসহ ভুয়া পুলিশ আটক

নিউজ ডেস্কঃ 
খুলনার ডুমুরিয়ায় পুলিশের পোশাক পরে অপহরণকারীরা সেকান্দার গাজি নামের এক মুদি ব্যবসায়ীকে অপহরণ করেছে। পরে আড়ংঘাটা থানা এলাকায় প্রাইভেটকারসহ এক ভুয়া পুলিশকে আটক করা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে মুখে টেপ লাগানো ও হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ওই ব্যবসায়ীকে উদ্ধার
হয়।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।    
আড়ংঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, রাতে নিয়মিত টহল দেওয়ার সময় জিরোপয়েন্ট এলাকায় ডুমুরিয়া থেকে আসা প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ ১৪-২১০২) সিগনাল দেয় পুলিশ। কিন্তু প্রাইভেটকারটি সিগনাল না মেনে বাইপাস সড়ক হয়ে মোস্তর মোড়ের দিকে যায়।

সেখানে পুলিশ দেখে তারা দ্রুত রায়েরমহলের দিকে যায়। এতে সন্দেহ হলে পিছু ধাওয়া করে রায়েরমহল এলাকায় প্রাইভেটকারটি আটক করা হয়। গাড়িতে হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যবসায়ীকে পাওয়া যায়। এসময় পুলিশ পোশাক পরা ভুয়া পুলিশ সোহেল মোল্লাকে আটক করা হয়। তার সহযোগি আরও ৩/৪ জন পালিয়ে যায়।
গাড়ি থেকে দুই সেট ইউনিফর্ম (পোশাক), মোবাইল, র‌্যাং ব্যাজ সহ দোকানের তালা ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার হয়।
/বাংলাদেশ প্রতিদিন।   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ