হৃদয় মুহুরী: গণ অধিকার পরিষদ,চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ১ম আহ্বায়ক কমিটি ঘোষণা। এতে পটিয়া উপজেলার কৃতি সন্তান ডা:এমদাদুল হাসানকে আহ্বায়ক এবং বাশঁখালী উপজেলার কৃতি সন্তান আ্যডভোকেট আরিফুল হক তায়েফকে সদস্য সচিব করে গত শনিবার(১৬ই নভেম্বর) গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়া হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন-১০ জন যুগ্ন আহ্বায়ক যথাক্রমে মো:আশরাফ চৌধুরী,মুজিবুর রহমান,শেখ বদিউল আলম নোমান,হামিদুর রহমান,মো:খলিলুর রহমান,মুন্সী শাহাবুদ্দিন, মো:আবুল কালাম,মো:নূরুল কাদের দিনার,ইঞ্জিনিয়ার আনিছুল হক,মো:সাবের শফি।
এবং ১০ জন যুগ্ম সদস্য সচিব। তারা হলেন, মো:আজমগীর, আনোয়ার হোসেন, মো: নূরুছফা, কবি সাইফুল ইসলাম, আ্যডভোকেট শাহাদৎ হোসেন আজাদ, মুন্সি আনোয়ার হোসেন, আ্যডভোকেট সালাউদ্দিন, মো: মামুনুর রশিদ, আবু মুনসুর চৌধুরী, মো: জামাল মেম্বার।
এছাড়াও রয়েছেন ৫ জন সদস্য। তারা হলেন,মুনতাছির বিল্লাহ,শিমুল দাস,মো:নূরুল আলম,মো:জাহানঙ্গীর আলম,মো:আলাউদ্দিন।
উল্লেখ্য গণঅধিকার পরিষদ বাংলাদেশের একটি রাজনৈতিক দল। ২০২১ সালের ২৬ অক্টোবর দলটি প্রতিষ্ঠিত হয় ও ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। দলটির নির্বাচনী প্রতীক হলো ট্রাক।
0 মন্তব্যসমূহ