শান্তিপূর্ণ ভাবে চলছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর সভা নির্বাচনের ভোট গ্রহণ


ওবাইদুল ইসলাম , গাইবান্ধাঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ব্যালটের মাধ্যমে নেওয়া হচ্ছে ভোট। সকাল ৮টায় গোবিন্দগঞ্জ বোয়ালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে দেখা গেছে কনকনে শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো। এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।

পৌর নির্বাচনে মেয়র পদে 'নৌকা প্রতীক' নিয়ে খন্দকার মোঃ জাহাঙ্গীর আলম, 'নারিকেল গাছ' প্রতীকে মুকিতুর রহমান, 'ধানের শীষ' প্রতীক নিয়ে ফারুক আহম্মেদ, 'হাত পাখা' প্রতীকে আনিছুর রহমান ও 'মোবাইল ফোন' প্রতীকে জহুরা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মেয়র পদে ৫ জন। কাউন্সিলর পদে ৩৭ জন ও নারী কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভায় ১৫ টি ভোট কেন্দ্রে মোট ভোটার ২৯ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৬৬৪ এবং নারী ভোটার ১৫ হাজার ৩০৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ