কক্সবাজারে সোহাগের সম্পদের দূর্গে উচ্ছেদ অভিযান, ১ একর সরকারি জমি দখলমুক্ত

আব্দুল আলীম নোবেলঃ
এক সময়ের বিএনপি ঘরনার আপনজন, হাল সময়ে হাইব্রিড আওয়ামী লীগ স্বঘোষিত নেতা আনিসুল হক সোহাগের সম্পদের দূর্গে অভিযান পরিচালনা করেছেন রামু উপজেলা প্রশাসন। ১৮ ডিসেম্বর সন্ধ্যার দিকে রামু থানাধীন পেঁচা দ্বীপস্থ তার মায়ের বাড়ি নামক ভিটেতে থাকা একটি বসত ঘরে রামু উপজেলা সহকারী কমিশনার(ভুমি) চাই থোয়াইহলা চৌধুরী নেতৃত্বে অভিযান পরিচালনা করেছেন। ওইসময় তাদের মায়ের বাড়ির সামনে থাকা একটি বসত ঘর ভেঙে দেয়া হয়। ১নং খাস খতিয়ানের ৫৫৮ দাগের প্রায় ১ একর সরকারি খাস জমি দখলের হাত থেকে উদ্দার করেন বলেন জানান, এসিল্যান্ড চাই থোয়াইহলা চৌধুরী।
 
সময়ে আলোচিত সমালোচিত মারমেইড রিসোর্টের মালিক আনিসুল হক সোহাগ কক্সবাজার রামু উপজেলা পেঁচার দ্বীপ এলাকায় খাতিয়ান ভুক্ত জমির পাশাপাশি বেশ কিছু সরকারি জমি দখলে রাখার অভিযোগ রয়েছে এই সোহাগের বিরুদ্ধে। এর ধারাবাহিকতায় প্রশাসন অভিযানে নেমেছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ