বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা


মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ দিনাজপুরঃ
 

দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি -২০২১ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা পৌরসভার ৯টি ভোটকেন্দ্রের সবগুলোতে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করবেন। ভোটের প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত প্রার্থী ও সমর্থনকারী নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো পৌরসভা এলাকা। 

প্রতিটি অলিগলির চায়ের দোকান থেকে হাটবাজারে এখন সর্বত্র ভোটের আলোচনা সেইসাথে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে অলিগলি, হাট-বাজার। উপজেলা নির্বাচন অফিস কার্যালয় সুত্রে জানা যায়, মেয়র পদে ৫জন প্রার্থী অংশগ্রহন করছেন। বাংলাদেশ আ.লীগের প্রার্থী উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: নুর ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মো: মোশারফ হোসেন বাবুল (মোবাইল ফোন), স্বতন্ত্র  প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ হানিফ (জগ), পৌর যুবদলের সদস্য সচিব মো: মোকারম হোসেন (ধানের শীষ) ও ইসলামিক আন্দোলন বাংলাদেশের মো: শাহ আলম (হাত পাখা) মার্কা পেয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন। 

ওয়ার্ড কাউন্সিলর হিসেবে অংশগ্রহন করছেন ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: আব্দুল বারিক (টেবিল ল্যাম্প), কৃষ্ণ চন্দ্র বর্মণ (পাঞ্জাবী), মো: মুরাদ হোসেন (ডালিম) ও মো: মোশাররফ হোসেন (উটপাখি), ভোটার ১৬২২ জন। ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আহাম্মদ আলী (টেবিল ল্যাম্প), মো: আশরাফুল আলম ফুলি (উটপাখি), সৈয়দ সুলতান মাহমুদ (ডালিম), রিয়াদ মাহমুদ(পাঞ্জাবী), আবু ছাইদ (গাজর) ও মো: রুস্তম আলী (স্ত্রুু ড্রাইভার), ভোটার১৪৪২ জন। ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো:  ওমর ফারুক (পাঞ্জাবী), রশিদুল ইসলাম সরকার (উটপাখি), মো:আব্দুল আহাদ (পানির বোতল), মো: আপেল মাহমুদ (ডালিম) ও মো: কামরুল হাসান জুয়েল (টেবিল ল্যাম্প), ভোটার ১৫৬৬জন। আসন 

(১,২,৩) সংরক্ষিত ০১নং বর্তমান কাউন্সিলর মোছা: রহিমা খাতুন (চশমা), মোছা: সুমি (আনারস) ও মোছা: নিশাদ বানু (অটোরিক্সা), ভোটার ৪৬৩০ জন। ৪নং ওয়ার্ডে শ্রী রাম প্রসাদ কার্তিক (উটপাখি), সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর রাজ্জাক রাজা (পাঞ্জাবী), মোঃ মিজানুর রহমান (ডালিম), মোঃ জয়নাল আবেদীন (টেবিল ল্যাম্প) ও বর্তমান কাউন্সিলর মো: মুক্তার 

হোসেন(পানির বোতল), ভোটার ২৭৬২ জন। ৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো: মেহেদী হাসান (ডালিম) ও মোঃ মামুনুর রশিদ মামুন (উটপাখি), ভোটার ১৫০৭জন। ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো: হুমায়ন কবির (পাঞ্জাবী), মো: মমিনুর মিয়া (পানির বোতল) মো: আব্দুল মতিন (উটপাখি), মো: সাজিদুর রহমান (টেবিল ল্যাম্প) ও মো: রফিকুল ইসলাম (ডালিম), ভোটার ১৫৪৮ জন। আসন( ৪,৫,৬) সংরক্ষিত ০২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মিসেস কোহিনুর আকতার, (আনারস), শিল্পী রানী ঘোষ(চশমা), মোছা: আসমানী বেগম(দ্বিতল বাস), মোছা: নার্গিস বেগম (বলপেন), মোছা: মর্জিনা খাতুন (জবা ফুল) ও লতিফা রহমান 

(টেলিফোন), ভোটার ৫৮১৭ জন। ৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বনমালী রায় (ডালিম), মোঃ রানা (পাঞ্জাবি) মোঃ রিজভী আলম (উটপাখি), কন্চু বণিক (টেবিল ল্যাম্প) ও মোঃ শাহিনুর ইসলাম শাহিন (ব্ল্যাক বোর্ড), ভোটার ২৬০৬ জন। ৮নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ আল হাবিব(উটপাখি) মোঃ রুবেল ইসলাম (ডালিম) ও মো: গোলাম মোস্তফা (পাঞ্জাবী), ভোটার ৯৩৮ জন এবং ৯নং ওয়ার্ডে মো: আবু মুঈদ রুবেল (ব্ল্যাক বোর্ড), 

বর্তমান কাউন্সিলর মো: তাইজ উদ্দীন (টেবিল ল্যাম্প), সাবেক কাউন্সিলর মো: ইদ্রিস আলী (ডালিম), মো: ছাইফুল ইসলাম (উটপাখি) ও মো: মিজানুর রহমান (পাঞ্জাবি), ভোটার ১৫৫৪ জন। আসন (৭,৮,৯) সংরক্ষিত ০৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোছা: সামিনা ইয়াসমিন (আনারস), সাবেক কাউন্সিলর অনিতা রায় (অটোরিক্সা), নেহার বানু (চশমা) ও সুপ্রভা রানী পাল (জবা ফুল) মার্কা পেয়েছেন, ভোটার ৫,০৯৮ জন। উল্লেখ্য যে, গত ৮ নভেম্বর ২০২০ তারিখ পর্যন্ত হালনাগাদ কৃত ভোটার সংখ্যা পুরুষ ৭,৫১৩ ও মহিলা ৮,০৩২ মিলে সর্বমোট ১৫,৫৪৫ জন ভোটারের প্রত্যক্ষ ভোট দানের মাধ্যমে এবারের বীরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ