কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২


নয়ন দাস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩৩ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহরি গ্রামের ইসমাইল মুন্সির ছেলে হাফিজুর রহমান (৩২) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিয়ার হাট গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম বয়াতী (২২)।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, শুক্রবার রাতে তিনি এস.আই আব্দুর রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী বিশেষ অভিযানে বের হন। জেলার নাগেশ্বরী উপজেলার দক্ষিণ ব্যাপারীহাট বাজারে অবস্থান কালে তারা সংবাদ পান কাছারী পয়রাডাঙ্গা বাজার থেকে আলুভর্তি একটি নীলরংয়ের পিকআপ, যাহার নম্বর ঢাকা-মেট্রো-ন-২০-৪২৬৩ এ করে সাদা বস্তায় ভরে লুকিয়ে ৩৩ কেজি গাঁজা নিয়ে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক ধরে কুড়িগ্রাম অভিমুখে যাচ্ছে একদল মাদক করাবারী। 

পরে রাত ৯টায় পিকআপ থামিয়ে গাঁজাসহ দক্ষিণ ব্যাপারীহাট বাজারে হাফিজুর রহমান ও রবিউল ইসলামকে আটক করা হয় আটককৃতদের শনিবার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ