রাজারহাটে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


রাশেদ কুড়িগ্রামঃ
 

কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ ছাত্রলীগের  ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। সোমবার( ৪ জানুয়ারী) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে গৌরব,ঐতিহ্য,সংগ্রাম,ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ। 

সকালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের রাজারহাট উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আখতারুজ্জামান, মীর ইসমাইল হোসেন কলেজের সহযোগী অধ্যাপক্ষ এটিএম সাজেদুর রহমান মন্ডল (চাঁদ), মফস্বল সাংবাদিক এর সাধারণ সম্পাদক এনামুল হক,উপজেলা ছাত্রলীগের আহবায়ক কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য আব্দুস ছালাম, যুন্ম আহবায়ক ইমন্তিয়াজুল ইসলাম এন্তাজুল, উপজেলা ছাত্রলীগ সদস্য জাহানুর আলম সোহেল, আল-আমিন প্রমূখ।  

পরে বিকাল ৪ ঘটিকায় রাজারহাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন কুমার রায়ের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী রাজারহাট বাজারের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পী), সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, আব্দুল আলিম, চাকিরপশার ইউনিয়ন যুবলীগের আহবায়ক অজয় কুমার সরকার, মেহেদী হাসান,রিপন পারভেজ , জাকারিয়া খান বিটন, উপজেলা ছাত্রলীগের সদস্য  তৌহিদুর রহমান, জাকির হোসেন, এবিডি বেলাল প্রমূখ। 

পরে উক্ত আলোচনা সভার সভাপতি উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও কুড়িগ্রাম জেলা পরিষদ এর সদস্য আব্দুস ছালাম এর  সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভা ও সারা দিন ব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ