বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ


মহিনুল ইসলাম সুজন, ক্রাইম রিপোর্টারঃ

বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক ও উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীর ডিমলায় যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। 

রোববার(৬ ডিসেম্বর) দুপুরে সারাদেশের ন্যায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি উপলক্ষে ডিমলা উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। 

এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক শৈলেন চন্দ্র রায়, যুগ্ন আহ্বায়ক ফেরদৌস পারভেজ, ময়নুল হক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার, যুগ্ন আহ্বায়ক আবদুর রশিদ লেবু, ভুষেন রায়, আকাশ ইসলাম, বিপ্লব সেন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উদয় সরকার, সম্পাদক সাবুল ইসলাম, ডিমলা ইলামিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি উৎস, সম্পাদক হাবিব প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ