পঞ্চগড়ের বিস্তৃণ এলাকায় সরিষার চাষ বাড়ছে


মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ 

পঞ্চগড়ে সরিষার চাষ দিন দিন বাড়ছে। জেলার দেবীগঞ্জও বোদা উপজেলার বিভিন্ন এলাকায় এই সরিষার চাষে বেশ আগ্রহী কৃষক । আবাদ ও বেশি। শীত মৌসুমে অন্য সব রবিশস্যের পাশাপাশি কৃষকরা এই অর্থকরি এই সরিষার চাষ করে আসছে। দেবীগঞ্জের দন্ডপাল ,পাঁচপীর এলাকায় দেশি ও উচ্চ ফলনশীল সরিষার আবাদে ঝূঁকেছে কৃষকরা।

একজন কৃষক জানায় ‘ কিছু অর্থ পাওয়া যায় তাই সরিষার চাষ করে থাকি। তিনি বলেন ‘ কেউ উচ্চ ফলনশীল (উফশী) কেউ দেশি সরিষার চাষ করে থাকে।জেলা কৃষি সম্প্রসারণ জানা যায় এবারে ৩ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। গতবার ছিলো ২৭৫০ হেক্টর । 

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারি কৃিষ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন‘বারি জাতের সরিষার ৬/৭টি জাত রয়েছে। এরমধ্যে উচ্চ ফলনশীল ও দেশি সরিষার চাষ হয় এ জেলায় বেশি। জানা গেছে ‘ পঞ্চগড় জেলার মধ্যে দেবীগঞ্জ উপজেলায় সরিষার চাষ বেশি হয়ে থাকে। কৃষি বিভাগ সূত্রে জনা যায় ‘ দেশি সরিষার আবাদ বেশি হলে অভ্যন্তরিন চাহিদা মেটাতে পারে এই সরিষা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ