কালীগঞ্জে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরন


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ
 

রংপুর বিভাগের কৃষি ও গ্রামীণ  উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়েছে। বুধবার,১৬ ডিসেম্বর বিকালে করিম উদ্দিন আহমেদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর। 

বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ শামীম আশরাফ, উপপরিচালক জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর, লালমনিরহাট, সিনিয়র   মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর। আমন্ত্রিত অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, মুক্তিযোদ্ধা সহসীন টুলু, তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ। 

স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দা সিফাত জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রশীদা ইয়াসমীন। অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি প্রকল্পভূক্ত গ্রুপের ২হাজার ১৬০ জন কৃষককে ১২৫ টি যন্ত্র বিতরণ করা হয়।যন্ত্রগুলো-ধান মাড়াই ৫১টি,ধান রোপন ১০টি, ধান কর্তন ১২টি,ধান ঝাড়াই ১টি,ধানের আদ্রতা মাপক ৩টি,পাওয়ার স্প্রেয়ার ১২টি, ফুটপাম্প স্প্রেয়ার ১০টি, স্প্রেয়ার ১২টি ও উইডার ১২টি।

বক্তারা বলেন, কৃষিকে বাণিজ্যিক কৃষিতে পরিনত করতে বর্তমান সরকার যুগপোযোগী  ও প্রযুক্তি নির্ভর করতে নানা কর্মসূচী  গ্রহন করেছে। এরই অংশ হিসেবে আজকের এই যন্ত্রপাতি বিতরণ। 

জেলা প্রশাসক বলেন, পুরনো চিন্তা বাদ দিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর ও দেশের চাহিদা মাফিক কৃষিতে আত্মনির্ভর করতে হবে। এতে কৃষকরা লাভবান হবেন।পাশাপাশি যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন জেলা প্রশাসক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ